সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯০০ পুড়িয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের মোস্তফার ছেলে মো. বাদল, মুল্লুকসাদী গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মো. শিমুল, একই গ্রামের মো. আলালের ছেলে মো. আল-আমিন। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে থানার এসআই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী কল্যানদী বাজার  এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এ সংবাদ পেয়ে থানার এসআই নূরে আলম সিদ্দিকী গত সোমবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাদের তিনজন আটক করেন। 

এ সময় বাদলের দেহ তল্লাশি করে স্ট্যাপলার পিন সংযুক্ত সাদা কাগজে মোড়ানো ৫০০ পুড়িয়া শিমুলের কাছ থেকে ২০০ পুড়িয়া এবং আলামিনের কাছ থেকে ২০০  পুড়িয়া হেরোইন উদ্ধার করেন। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৮ মে) নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ